‘আমি বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলাম। সেখানে রানা প্লাজার মতো কারখানা পরিদর্শন করেছি। আমি খুব ভালো করেই জানি, ভবনটি ধসে পড়ার আগে এর অবস্থা কতটা খারাপ ছিল!’ সম্প্রতি ভোগ ফ্যাশন সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারে এমন মন্তব্যই করেছেন ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। দেখতে দেখতে রানা প্লাজা ধসের এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের ২৪ এপ্রিল ভয়াবহ ওই ভবনধস কেড়ে নিয়েছে ১ হাজার ১৩৩ জন মানুষের জীবন। আর আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। অনাথ হয়েছে অন্তত ৮০০ শিশু।...

